বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নেত্রকোণায় জেলা যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন 

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় জেলা যুবদল নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন 

হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। এতে তারা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মচর্চা করতে পারে, তার জন্য নেত্রকোণা জেলা যুবদলের নেতারা সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। গত শুক্রবার সন্ধ্যার পর থেকে জেলা যুবদলের নেতারা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

নেত্রকোণা জেলা যুবদলের সাবেক ১নং সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে পরিদর্শনকালে অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান কল্যাণ ফ্রন্টের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু রিপন দত্তসহ স্থানীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতারা ও আগত পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করেন।

টিএইচ